০৬-০৩-২০২২ ইং তারিখে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এর অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর পদের মৌখিক পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা।
প্রার্থী: স্যার, আসতে পারি?
পরীক্ষক: হ্যাঁ, আসুন।
প্রার্থী: আসসালামু আলাইকুম, স্যার। শুভ বিকাল।
পরীক্ষক: ওয়ালাইকুমস্ সালাম। বসুন।
প্রার্থী: ধন্যবাদ
পরীক্ষক: নাম কি?
প্রার্থী: আশরাফুল ইসলাম
পরীক্ষক: আপনি বর্তমানে কি করছেন?
প্রার্থী: আমি বর্তমানে প্রি-ক্যাডেট বিদ্যালয় এর সাথে সম্পৃক্ত আছি।
পরীক্ষক: কম্পিউটার প্রথম কত সালে আবিষ্কার হয়?
প্রার্থী: দুঃখিত স্যার। (কম্পিউটার এর জনক চার্লস ব্যাবেজ। তিনি১৮২২ সালে প্রথম গণনা যন্ত্র আবিষ্কার করেন কিন্তু প্রথম ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার হয় ১৯৪৫ সালে)।
পরীক্ষক: কম্পিউটারের সবচেয়ে ব্যয়বহুল অংশ কি?
প্রার্থী: দুঃখিত স্যার। (সফটওয়্যার)
পরীক্ষক: HTTP এর পূর্ণরূপ কি?
প্রার্থী: Hyper Text Transfer Protocol.
পরীক্ষক: মাদার বোর্ড কোনটি (কম্পিউটার দেখিয়ে)?
পরীক্ষক: এটি আপনি কিভাবে তৈরি করবেন (একটি চার্ট দেখিয়ে)?
প্রার্থী: চার্টটি পাওয়ার পয়েন্টের সাহায্য তৈরি করতে হবে।
পরীক্ষক: ধন্যবাদ। আপনার ভাইভা সম্পন্ন হয়েছে।
প্রার্থী: আপনাকেও ধন্যবাদ স্যার। আস্সালামু আলাইকুম।
আপনার মতামত লিখুন :