বিনোদন ডেস্ক: ভারতের ওডিশার টেলিভিশন অভিনেত্রী রাশমিরেখা ওঝার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। এই অভিনেত্রী ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। পুলিশ তার মরদেহ সেখান থেকেই উদ্ধার করেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর। তবে তার এই মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ, অভিনেত্রীর বাবার দাবি মৃত্যু স্বাভাবিক নয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
ওডিশার ডিসিপি গণমাধ্যম জানান, রাশমিরেখার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। সেখান একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। আর তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
তবে ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে জানা গেছে, অভিনেত্রী রাশমিরেখা সন্তোষ নামে একজনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তার বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর পেছনে লিভ-ইন পার্টনার সন্তোষের হাত রয়েছে। ইতোমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ওডিশা টেলিভিশন শো ‘কেমিটি কাহিবি কাহা’-তে অভিনয়ের সুবাদে পরিচিতি পান রাশমিরেখা। তার বাড়ি ভারতের জগতসিংপুর জেলায়। তিনি টেলিভিশনে অভিনয় করেই মূলত জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
আপনার মতামত লিখুন :