এক ও অভিন্ন
রেজাউল করিমলাইলাহা ইল্লাল্লাহ,
একম ব্রম্মা দ্বৈত্য,
নাস্তি নহিনা নাস্তি কিঞ্চান।বেদ কোরআনের অমর বাণী,
অভিন্ন স্রষ্টার স্বরূপ খানি,
চড়ে জাতের রথে,
ঘোরে যারা পথে পথে,
তারা হয়েছে প্রমাদ।।বেদ কোরআনের শ্লক আয়াত,
কেমনে তারে বলবে বেদাত,
না মানিলে মন,
হয় নাস্তিক যবন,
কি হবে করে আর্তনাদ।যতো সব সাজনা সাজা,
উড়িয়ে ফিকিরির ধব্জা,
অধম রেজাউল কয়,
শং সেজে সবাই,
করছে কুপোকাত।
আপনার মতামত লিখুন :