ভালো থাকা
সানোয়ার শান্তি
সকলের কাছে আমার বিনীত প্রার্থনা!
তাবৎ পৃথিবীতে ভালো থাকার কোনো তাত্ত্বিক দর্শন আছে?কতটা বিষাদের বিষ বৃক্ষ ভাঙলে ভালো থাকা যায়!
কতটা পথ পেরোলে অন্ধকার পিছনে পড়ে
কত দিবস প্রতিক্ষা করলে ভালো থাকা যায়?আমার সুখের সমুদ্র চাই না!
এক চিলতে উঠানের মত কাজলা দীঘির জন্য হাহাকার!একটি জোনাকি তুল্য আলোর জন্য হাহাকার!
একটি বিশ্বস্ত কন্ঠের জন্য এই একা বাঁচা!এতকাল জানি!
অম্লজান ছাড়া বাঁচেনা মানুষ
কিন্তু আজ দেখি নির্বিবাদে ভালো আছে কেউ কেউ!
আজ এই মধ্যে গগনে দাঁড়িয়ে ভাবি
আমার জানায় গলদ ছিলো
আমার গভীর বিশ্বাসেও ভুল ছিলো!যারা সার্সির তোরণ টাঙিয়ে
ঘন ঘন মুখ দেখে আরশিতে
বিলাসী মেঘ উড়িয়ে দেয় আকাশ পানে
তারা বুঝি সুখের নাব্যতা পায়?যারা বর্ণিল বস্তু ভালবাসে
নিয়ন উৎসব ভালোবাসে
তারা বুঝি সুখি হয়?যারা অন্যের ভালো থাকা কেড়ে নিয়ে
বুকের মধ্যে ঠেসে দিয়েছে
বারুদ গন্ধের দুপুরে উপাদান
তারা বুঝি ভালো থাকে?তবে তারাই অভিযোগহীন ভালো থাকুক
ভালো থাকা তো তাদেরই জন্য!
আপনার মতামত লিখুন :