অভাবে স্বভাব নষ্ট
——অংকিতা
অভাব জ্বালে অন্ধকার অর্থ জ্বালে আলো,
তবুও তো অর্থ হলো ছায়ার মতো কালো।অভাব কাটিয়ে আসে তবে আলো ভরা অর্থ,
তবুও তো সেই অর্থ ঘটায় অনর্থ।অভাবেতেও পাওয়া যায় অনেক রকম সুখ,
অর্থই আবার মানুষের কালো করে মুখ।অর্থের কাছে হয় জানি মাথা নত অভাবের,
তখনই তো ক্ষতি হয় মানুষের স্বভাবের।
আপনার মতামত লিখুন :