নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার ওয়ারী থানার রথখোলা এলাকায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের প্রতিবেশী শিউলি আক্তার বলেন, সন্ধ্যায় রান্না করতে গিয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলো আছিয়া (৭০), কানিজ ফাতেমা (৩৫) ও আয়েশা আক্তার (৬)।
জানতে চাইলে ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে দগ্ধ হয় বলে স্বজনরা জানিয়েছে। তিনজনকে জরুরি বিভাগে চিকিত্সা দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :