ডা. আজাদ খান, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীমা দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (০১ মার্চ) সকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় বীমা দিবস উদযাপন কল্পে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহযোগিতায় এবং জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা কালচারাল অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন।
বীমা কোম্পানির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জামালপুরের চীফ জোনাল ম্যানেজার মো: আজিজুল হক, জীবন বীমা করপোরেশন জামালপুরের উন্নয়ন ম্যানেজার মো: বিল্লাল হোসেন, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইভিপি মো: জাওয়াহের আলী, মেটলাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড লিপি এজেন্সির এজেন্সি ম্যানেজার আইরিন পারভীন লিপি, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির ইনচার্জ মো: তাজুল ইসলাম, সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির ইনচার্জ মো: জহুরুল ইসলাম, যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জামালপুরের জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান রিয়াদ, অগ্রণী ইনসুরেন্স কোম্পানী লিমিটেডের ডিএমডি রুস্তম আলী রিপন, প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইনচার্জ মো: আব্দুল হামিদ প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে স্থানীয় পুরাতন পৌরসভা গেইট প্রাঙ্গন থেকে এক বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসনের নেতৃত্বে জামালপুরে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা ও মাঠকর্মীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :