“জীব প্রকৃতি”
রেজাউল করিমআছে মানবের এক আঁধার প্রকৃতি,
না দেখে তাই,
পুরোহিত মশাই,
বেঁচে শাস্ত্র বিধি।সৃষ্টিকর্তা রচেছেন বাণী,
দেখনা ঢুড়ে শাস্ত্র খানি,
মানব প্রকৃতি,করে মানব সৃষ্টি,
তার আছে নথি।এ দেহের মাঝে সূর্য আছে,
দুই উদয় অস্তে ভাসে গ্রাসে,
সেথায় স্রষ্টার কৃষ্টি,বসে করেন সৃষ্টি,
জীবের আকৃতি।যে জন হয় অবুঝ জনা,
তারে এ ভেদ বলতে মানা,
অধম রেজাউল কয়,
হলোনা বোধ উদয়,
ধরেছে ভীমরতি।
আপনার মতামত লিখুন :