মো. নূর আলম, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন দুর্গাপুর উপজেলা কমিটি।
“দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম করো” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দিন মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা নেতা শামসুল আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক আজিম উদ্দিন, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ রানা প্রমুখ।
বক্তারা আলোচনা করেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহনতী মানুষের পার্টি, ইনসাফের পার্টি, শোষিত-বঞ্চিত মেহনতী মানুষের পার্টি, আজ এই পার্টির লড়াই, সংগ্রাম, ঐতিহ্যের ৭৪ বছর পূর্ণ হয়েছে।
বর্তমান দেশের দুর্নীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার, এমন অবস্থায় জিনিসপত্রের দাম না কমলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে, সাধারণ মানুষকে পাশে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন করার ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :