“দেহমন”
রেজাউল করিমমন করেছে দখল দেহ খানা।
কি ঝাকমারি,
আমায় নিয়ে হাটবাজারি,
এ কেমন ইতরপনা।সাধ জাগে দেখবো তারে,
শুধাইবো আমি অকাতরে,
ভাবি সদায়,কে জানাবে আমায়,
তার ঠিকানা।এই দেহ তরীর মাঝিমাল্লা,
ইতর পনায় দেয়রে পাল্লা,
আমার জ্বরা ব্যাথা,
সেসব কথা,কেউ ভাবেনা।বলি তোরে ওরে মন,
আমি তোর আপন জন,
অধম রেজাউল কয়,
কেন পেড়ে ধোকায়,দাও যন্ত্রনা।।
আপনার মতামত লিখুন :