“দেহ বাজার”
রেজাউল করিমদয়াল হাট বসালেন,নির্জনে।
সে হাটে হরেক পণ্য,
এক পণ্য হয় অনন্য,
বাকি সব বদ গুনে।হিংসা আর লোভ লালসা,
ঝুড়িতে আছে রে ঠাসা,
ক্রোধের অভাব নাই,
দেখ মনরায়,মোহ রয় টনটনে।কাম ঝুড়িতে ভীড় যবর,
সেথায় যেন নাইরে সবুর,
যোগের বালায়,
নাইরে ভাই,কারো মনে।না বুঝে পণ্য ক্রয়ে,
মরছি ভুগে জ্বরা ক্ষয়ে,
অধম রেজাউল কয়,
সব বুঝি হারায়,
প্রেম না কিনে।
আপনার মতামত লিখুন :