“নাভিশ্বাস”
মো. আমজাদতেল, আটা, চা’ল, ডাল,
অপ্রতিরোধ্য !
যুক্তি-তো একটাই,
ইউক্রেন যুদ্ধ!বেগুনের গুন নাই,
তবু ষাট,সত্তর,
চিনি,আর নাই চিনি,
দাম কত? ধ্যাত্তোর!মাছের কথা? আর,
নাই বলি তবে,
মাংশটা? কিনি নাই!
কতকাল হবে!পরিবহনের ভাড়া?
কি-যে নৈরাজ্য!
ভুক্তভোগীই জানে,
টিকিটে কি দাহ্য!গ্যাসের মূল্য জ্বী-হা,
হিমশিম রান্না,
আধা সিদ্ধই খাই,
কেন? বাজারে কি যান-না?নিম্নবিত্ত যারা –
পদে পদে কষ্ট!
শ্রমে শ্রমে,আয়ু কমে,
জীবনটা নষ্ট!
আপনার মতামত লিখুন :