পতাকার ঐ লাল সূর্য
– রিপন উদ্দীন
বাংলা মায়ের দস্যি ছেলে,
নস্যি যে সব কাছে তার।
স্বপ্ন তার স্বাধীন দেশের,
দাবায় রাখে সাধ্য কার।রেসকোর্সের ঐ ময়দানেতে
তর্জনী কার গর্জে রে!
খোকার দৃঢ় কণ্ঠধ্বনি
বজ্রে কেবল বাজে রে।স্বপ্ন তার সত্যি হলো,
পেলাম আমরা স্বাধীন ভূমি।
পদ্মা,মেঘনা,মধুমতি
বইছে যার চরণ চুমি।হঠাৎ একদিন……
পতাকার এই নরম বুকে
শকুনের দল কাটলো আঁচড়,
জোসনা ভরা রাতের বুকে
উঠলো যেন বৈশাখী ঝড়।রক্ত খোকার বক্ষ ভেদী
ফিনকি দিয়ে ঝরলো যখন।
পতাকার ঐ লাল সূর্য
ভূমিতলে লুটলো তখন।
আপনার মতামত লিখুন :