“বন্ধন”
রেজাউল করিমবাঁধ গে কলম জেনে বুঝে,
নইলে মুল হারাবি,
পড়বি ফেরে,দিনের সাঁঝে।কপনি ঢিলা গুরু গুসাই,
সদাই ফেরে টল বাসনায়,
অটলে আসীম নীহার,
যাত্রা কাহার,নাহি বোঝে।দেখ,মোল্লা পুরোহিত মশাই,
কেমনে ব্রহ্মান্ড দেখায়,
না বুঝে শাস্ত্র,হয়ে পরাস্ত,
ফেরে ধরার মাঝে।আত্ম শাস্ত্র জ্ঞানের ভান্ডার,
ম’জে করো রূপ নিহার,
অধম রেজাউল কয়,
বাঁধ কলম সেথায়,
নয়লে পাস্তাবে পাছে।।
আপনার মতামত লিখুন :