মাসুম শাহরিয়ার, শৈলকুপা, ঝিনাইদহ : শীতের শেষে প্রকৃতির নিয়মে এসেছে বসন্তের আগমন তাইতো বয়ে চলেছে ঋতুরাজ বসন্তের জয়গান। মাঘ মাসের শেষে শীতের মধ্যেই বসন্তের আগমন হয় প্রকৃতি যেন সাজে নতুন করে।
ঝরে পড়া ন্যাড়া গাছগুলোতে আসতে শুরু করে নতুন পাতা।
শিমুল আর পলাশ গাছে ফুটে রঙিন ফুল; ফুলের পাপড়ি ছড়িয়ে গ্রামের মেঠো পথকে করে তুলে রঙিন।
গ্রামবাংলার চিরচেনা এসব রূপ একদা দেখা যেত ঠিকই কিন্তু আজ যেন হারিয়ে যেতে বসেছে।
এসেছিলাম ঝিনাইদহের শৈলকুপার উপজেলার স্নিগ্ধ সবুজ গ্রাম শ্রীরামপুরের কাঠের ব্রীজের শোভা নিতে এসে প্রকৃতির সেই বসন্তের চির চেনা রূপ পেলাম খুজে আম-লিচুর মুকুলের পাশাপাশি বিভিন্ন ধরনের পুষ্প মঞ্জুরিতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে।
শিমুলের শাখায় শাখায় শোভা পাচ্ছে শিমুল ফুল। আর ফাগুনের আগমনী দখিনা হাওয়ায় দোল খাওয়া শিমুল ফুল প্রকৃতিতে এক অন্যরকম ব্যঞ্জনার সৃষ্টি করেছে। ফুটন্ত শিমুল ফুলে অবগাহন করছে পাখি যার কিচিরমিচির শব্দে মনকে জাগিয়ে তুলছে সাথে রয়েছে কোকিলের ডাক কুহু কুহু এ যেন এক অন্যরকম অনুভূতি।
আপনার মতামত লিখুন :