ক্রীড়া ডেস্ক: ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার প্রতিবাদে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। আগামী ২৪ মার্চ মস্কোতে রাশিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলার কথা ছিল পোল্যান্ডের।
দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান চেজারি কুলেসজা বলেন, আর কোনো কথা নয়, এবার কাজ করে দেখানোর সময়। রাশিয়ান ফেডারেশনের ইউক্রেনের ওপর আক্রমণের প্রতিবাদে আমরা বাছাইপর্বের ম্যাচে তাদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত।
শুধু পোল্যান্ড নয়, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সুইডেন এবং চেক প্রজাতন্ত্রকেও আমন্ত্রণ জানিয়েছে দেশটি। এ ব্যাপারে চেজারি কুলেসজা আরো বলেন, আমরা এই ব্যাপারে সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের সঙ্গে কথা বলার আমন্ত্রণ জানিয়েছি। এবং আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে ফিফার সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানিয়েছি।
আপনার মতামত লিখুন :