আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেন। তবে সেটি বেলারুশে নয় বলে মত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ক্রেমলিন বেলারুশের গোমেলে শহরে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতির কথা জানানোর পরই এই মত দেন তিনি।
ইউক্রেন আক্রমণের আগে রাশিয়া বেলারুশে কয়েক হাজার সৈন্য জমা করেছিল।
কিয়েভের অভিযোগ, মস্কো বেলারুশকে আক্রমণের জন্য মঞ্চ হিসেবে ব্যবহার করেছে।
এর আগে পোলান্ডের ওয়ারশতে বৈঠক করার কথা জানিয়েছিল ইউক্রেন।
ইউক্রেনের শীর্ষ কর্মকর্তা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই তার অবস্থান জানাচ্ছেন। নতুন ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, তিনি রাজধানী কিয়েভেই আছেন, লড়াই করছেন।
এর আগে নিজের অবস্থান জানান দিতে গত শুক্রবারও একটি ভিডিও বার্তা দেন তিনি।
ভিডিওতে তার পাশে ছিলেন প্রধান উপদেষ্টা এবং তার প্রধানমন্ত্রী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভিডিওতে তিনি বলেছেন, আমরা সবাই এখানে আছি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের স্বাধীনতা ও রাষ্ট্রকে রক্ষা করছি। আমরা তা অব্যাহত রাখব।
শুক্রবারের আগেও রুশ গণমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি রাজধানী ছেড়ে পালিয়ে গেছেন।
জেলেনস্কির এক কথা রাশিয়া যতই হামলা করুক, তিনি দেশ ছেড়ে যাবেন না। অস্ত্র ছাড়বেন না। দেশকে রক্ষা করবেন।
আপনার মতামত লিখুন :