“মধু সুধা”
রেজাউল করিমমধু সুধা পান,কই হলো আমার।
মন চড়ে রথে,ঘোরে পথে পথে,
দেখি সব অন্ধকার।শুনি শাস্ত্রে আছে শুদ্ধ সরোবর,
শুদ্ধ মধু সুধার নহর,
মধু সুধার দ্বার,কস্তুরি রয় পাহারাদার,
আহা কী চমৎকার।মধু সুধা খাবি যদি,
পাড়ি দাও ভব নদী,
অনন্ত নিধী, শুদ্ধ হবি,
ঘুজবে মনের আঁধার।যদি নিঃকামি হয়রে মন।
তাসনীমে তা করবি ভক্ষণ।
অধম রেজাউল কয়,
হলে গুরুভার উদয়,
খুলবে কস্তুরির দ্বার।
আপনার মতামত লিখুন :