“মানব কানন”
রেজাউল করিমদেখ বান ডেকেছে মরুর বুকে,
ছোটে জল কল্লোলে,
বহে প্রেম হিল্লোলে,
মরুর হৃদয় খাকে।ফোটাতে জ্যোতিরময় ফুল,
সদাই সে হয়রে ব্যাকুল,
গেল এগারো সন,
সেথায় হয়নি বর্ষন,
সে খবর কে রাখে।জোয়ারে যখন ভাসায় দুকূল,
ফোটে তাতে জ্যোতিরময় ফুল,
সে ফুলে মধু ভরা,
ব’সে প্রাণ ভ্রমরা,
মজে সৃষ্টি সুখে।আত্ম তত্ত্বের প্রেমিক যে জন,
সেই করেছে তাহার অন্বেষণ,
অধম রেজাউল বলে,
আমি ম্রিয়মাণ মুলে,
আমার ঘোরা কুপথে।
আপনার মতামত লিখুন :