“মানব ধর্ম”
রেজাউল করিমওরে মন,মানুষ হয়েছে তারা।
জাতি অভেদ,নেই ভেদাভেদ,
মানুষ ভজে যারা।সকল ধর্মের রূপ যায় জানা,
মানব অন্তর তার ঠিকানা,
হিংসা লোভ ক্রোধ,
যে করেছে রোধ,সেই তো সেরা।একই রসে সৃজন হয়ে,
বিভেদ করি ধর্ম দিয়ে,
ওরে মন ভোলা,
কর মন সরলা,
ধরবি যদি অধরা।ধর্মের রসদ মানব তনে,
ভজো তারে নিষ্ঠা মনে,
অধম রেজাউল ব্যর্থ,
পড়ে শাস্ত্রের অর্থ,
হলো দিশেহারা।
আপনার মতামত লিখুন :