আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাদের অগ্রযাত্রার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভকে রক্ষার ঘোষণা দিলেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো।বুধবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
ইউক্রেনের রাজধানীর মেয়র জানান, রাশিয়া কিয়েভের কাছে সেনা সমাবেশ বাড়াচ্ছে।তিনি বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি এবং কিয়েভকে রক্ষা করব। কিয়েভ এখনও মুক্ত এবং মুক্ত থাকবে।তিনি শহরের বাসিন্দাদের কারফিউ মেনে চলার আহ্বান জানান।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।
ষষ্ঠ দিনে গড়ানো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম পাঁচ দিনে ৫৭১০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
এর মধ্যে মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ওই শহরের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।পরে কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলের ভবনে রুশ হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :