সোনার বাংলা
-দেবব্রত দাস
বাংলা আমার জননী মা।
বাংলা প্রাণের ভাষা।
এই মাটিতেয় বেঁচে থাকি যেন,
এই জীবনের আশা।
বাংলাতে আমি স্বপ্নে দেখি
নক্সী কাঁথার মাঠ।বীর শহীদের রক্তে রাঙানো
একুশের রাজপথ!
বাংলা আমার না ভোলা-
সেই একুশে ফেব্রুয়ারি!বাংলা মায়ের সন্তান আমি
সেকথা ভুলতে পারি!
বাংলা ভাষায় পল্লী কবি
জীবনানন্দ দাশ।বাংলা ভাষায় আছে –
যত জীবনের উচ্ছাস।
বাংলা মানেই বাহান্নর
সেই রক্তে মাখানো দিন!
বাংলা ভাষায় স্মরণীয় হয়
ছাত্র দলের ঋণ!বাংলা ভাষায় বাংলা মায়ের
না বলা কত কথা!
বাংলা ভাষায় লুকিয়ে আছে-
বাংলা মায়ের ব্যাথা!
বাংলা মানে গ্রাম বাংলার
সবুজে ভরা মাঠ!বাংলা মানেই মাটির ভাষায়
ধূলো ভরা পথঘাট।
বাংলা ভাষায় পদ্মার মাঝি
পাল তুলে গান গায়!
কবির কলম বাংলা ভাষায়
কবিতা লেখে তাই।বাংলার মাটি, বাংলার জল
বাংলার বায়ু, বাংলার ফল
পূণ্য হউক পূণ্য হউক পূণ্য হউক
হে ভগবান।
আপনার মতামত লিখুন :