আল জুবায়ের, ঢাকা কলেজ প্রতিনিধি: সাইন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ‘মতবিনিময় সভা’ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ক্রাইম এন্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে বিপ্লব কুমার বলেন, আমাদের জলপাই রঙের পোশাক পরা মানুষদের কথা তোমাদের পছন্দ হওয়ার কথা নয়-এটাই সত্য। এই পোশাক পরা মানুষদের কথা শুনতে খুব একটা উৎসাহিত তোমরা নও। আমাদেরকে তোমরা খুব একটা বিশ্বাস করো বলে মনে হয় না। তিনি আরও বলেন, তোমাদের মতো ছাত্র থাকা অবস্থায় ওই চেয়ারে বসে তুমি যেটা ভাবছো, আমিও ওইটাই ভাবার চেষ্টা করছিলাম।
তিনি বলেন, আজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের সাথে দ্বন্দ্বে জড়ানো তোমাদের কাজ নয়। তোমরা এখন ইন্টারমিডিয়েটের ছাত্র। ভালো রেজাল্ট না করতে পারলে ভালো যায়গায় যেতে পারবা না।