ইংলিশদের ‘বাংলাওয়াশের’ সুযোগ, জায়গা মিলবে নতুনদের?

0

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করার সুযোগ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষটি খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে সাকিব আল হাসানের দল জিতলেই হোয়াইটওয়াশ হবেন জস বাটলাররা।

প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে জেতা সিরিজে তাদের হোয়াইটওয়াশ করতে পারলে হবে নতুন ইতিহাস। টি-২০ ক্রিকেটের বয়স হয়ে গেছে দুই দশক। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতেও দুই দশক অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। প্রথম ওই সিরিজেই জয় হবে বিশেষ কিছু।

সিরিজ নিশ্চিত হয়ে গেলেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাই অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে। টি-২০ দলে প্রথমবার ডাক পেয়েছিলেন তিনজন। তাদের মধ্যে তৌহিদ হৃদয়ের অভিষেক হয়েছে। নাসুম আহমেদের জায়গায় শেষ ম্যাচে খেলার একটা সুযোগ পেতে পারেন আরেক বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। তবে রেজাউর রহমান রাজার অভিষেক হওয়ার সুযোগ কম।

ব্যাটিং লাইন আপে পরিবর্তনের সুযোগ নেই। পেস বোলিং লাইন আপও সেট। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একাদশে নিশ্চিত। হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। তবু চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করা পেসার এবাদত হোসেনকে ঝালিয়ে দেখা হবে কিনা সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

সিরিজ হারের পর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের চ্যালেঞ্জ হোয়াইটওয়াশের লজ্জায় না ডোবা। ওই লক্ষ্যে শেষ ম্যাচে তারাও অপরিবর্তিত দল নিয়ে নামতে পারে। তিন স্পিনার ও তিন পেসার নিয়ে খেলবে তারাও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, জস বাটলার, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ, মার্ক উড।

 

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.