এশিয়া কাপের চূড়ান্ত সূচি ও ভেন্যু প্রকাশ

0

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপের ভেন্যুকে কেন্দ্র করে যেন আরেকটা ভারত-পাকিস্তান যুদ্ধ দেখে ফেলল ক্রিকেট বিশ্ব। পাকিস্তানে গিয়ে ভারতের খেলতে না চাওয়া এবং তার জবাবে ভারত বিশ্বকাপ বয়কটের হুমকিতে টানা অনেকদিন ধরেই অস্থিরতা লেগে ছিল দক্ষিণ এশিয়ার ক্রিকেটে।

যার কারণে ভেস্তে যেতে বসেছিল এবারের এশিয়া কাপ। তবে এবার নাটকের সমাপ্তি হলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক বিবৃতিতে আসন্ন টুর্নামেন্টটির ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে।

আজ (বৃহস্পতিবার) বিকেলে এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। ভেন্যু হিসেবে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলকেই বেছে নিল এসিসি।

পাকিস্তানের দেওয়া প্রস্তাব অনুসারে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ তাদের মাটিতে অনুষ্ঠিত হবে। ভারত এবং টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। পাকিস্তানে হওয়া গ্রুপ পর্বের এক ম্যাচে পাকিস্তান ও নেপাল মুখোমুখি হবে। এছাড়া শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানেরও একটি করে ম্যাচ হবে পাকিস্তানে।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.