জাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

0

ওসমান সরদার , জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আইন ও বিচার বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জয় অর্জন করেন তারা।

রবিবার (২৩ জুলাই) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনালের মুখোমুখি হয় প্রত্নতত্ত্ব ও আইন বিভাগ। টি-১০ ফরম্যাটে এ খেলায় টসে হেরে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৭৯ রান করে প্রত্নতত্ত্ব বিভাগ।

খেলায় আইন বিভাগ ৮০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামেন ফজলে রাব্বি অনিক ও ফাহিম আহমেদ। শুরুতেই বাউন্ডারি হাঁকান ওপেনার ফাইম। ওপেনিং জুটিতে ৪৮ রানের দারুণ পার্টনারশিপ পায় আইন ও বিচার বিভাগ। ১৬ বলে ১৯ রান করে আউট হন ফজলে রাব্বি অনিক। পরে দলনেতা মুরসালিন হৃদয় ও ফাহিমের ৩২ রানের অনবদ্য এক পার্টনারশিপে জয় নিশ্চিত। এতে দলের হয়ে ২৫ বলে ৪৭ রান করেন ফাহিম এবং ৭ বলে ১৬ রান করেন অধিনায়ক মুরসালিন হৃদয়। তাদের অপরাজিত ইনিংসে মাত্র ৫.৫ ওভারে এবং ৯ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় আইন ও বিচার বিভাগ।

প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষে একমাত্র উইকেট পায় রান আউটে। এককভবে কোনো বোলার উইকেট লাভ করেননি।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র দলীয় ৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে প্রত্নতত্ত্ব বিভাগের। আইন বিভাগের বোলিং তোপে পরবর্তী ব্যাটসম্যানরা কোন সুবিধা করতে না পারলে নির্ধারিত দশ ওভারে ৭ উইকেটে ৭৯ রান করে প্রত্নতত্ত্ব বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩৬ রান করেন জুনিয়র শামীম।

আইন ও বিচার বিভাগের পক্ষে সৌভিক সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন ২ ওভারে ১০ রান দিয়ে। মুরসালিন হৃদয়, সিয়াম এবং সাঈদী একটি উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন আইন ও বিচার বিভাগের সৌভিক এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন প্রত্নতত্ত্ব বিভাগের উদয়।

খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম।

আইন ও বিচার বিভাগের দলনেতা সাইয়্যেদুল মুরসালিন হৃদয় বলেন, ” আমাদের ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার ১২ বছরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে খুবই ভালো লাগছে। সেই সাথে ডিপার্টমেন্টকে ট্রফি এনে দিতে পেরে খুবই আনন্দিত। তবে দলের সবার প্রচেষ্টা আর কঠোর পরিশ্রমই আমাদের জয় নিশ্চিত করেছে।” এজন্য তিনি দলের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানান।

আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত ডিন ও চেয়ারম্যান তাপস কুমার দাস বলেন, ” ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের খেলার প্রতি উৎসাহ দিয়ে আসছি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানাই।” একই সাথে ডিপার্টমেন্টের খেলা বিষয়ক উপদেষ্টা প্রভাষক আ জ ম উমর ফারুক সিদ্দিকীকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে খেলায়রেরা বিশ্ববিদ্যালয়ের আরও কৃতিত্ব অর্জন করবেন বলে তিনি আশা ব্যাক্ত করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম বলেন, ” খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে খেলোয়াড়দেরকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ” তাদের অংশগ্রহণে খেলাটি সুন্দর হয়েছে। বিজয়ী দলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা রানার্সআপ হয়েছেন ভবিষ্যতের জন্য তাদের জন্য রইলো শুভকামনা। ”

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ৩৮ টি বিভাগ অংশগ্রহণ করে।
এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, আইন ও বিচার বিভাগে চেয়ারম্যান তাপস কুমার দাস, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান এবং টুর্নামেন্টের আহবায়ক অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.