ওসমান সরদার ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) স্থায়ী ভবন নির্মাণের জন্য গাছ কাটার প্রতিবাদে দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও উপাচার্যকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) অবিলম্বে মাস্টারপ্ল্যান প্রণয়ন করে পরিকল্পিত উন্নয়ন ও প্রাণপ্রকৃতি রক্ষার দাবিতে দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ ও উপাচার্যকে অবরুদ্ধ করে ছাত্র ইউনিয়নের একাংশ (অর্ণব—অমর্ত্য)।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অগোচরে ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আঁধারে গাছ কাটায় প্রশাসনের তদারকির অভাবকেই দায়ী করেন তারা। এসময় তারা অবিলম্বে আইবিএ ভবনের স্থান পরিবর্তনের দাবি জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনিক ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে তারা।
উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্থ করে বলেন, ‘২০১৬ সালে সিন্ডিকেটের সিদ্ধান্তের ভিত্তিতে আইবিএর ভবন নিমার্ণের জন্য স্থান নিধার্রণ করা হয়েছে। এ সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইলে পুনরায় সিন্ডিকেটে উত্থাপন করতে হবে। বিষয়টি সময়সাপেক্ষ। তবে রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনার তদন্ত করার আশ্বাস দেন তিনি।’
উল্লেখ্য, গত বুধবার (১ নভেম্বর) ৪টার দিকে জাবির বিজ্ঞান কারখানা সংলগ্ন ‘সুন্দরবন’ এলাকায় ‘আইবিএ ভবন নির্মাণকল্পে নির্বিচারে প্রায় ৪০টি গাছ কেটে ফেলা হয়। এর মধ্যে শাল, সেগুন, জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।