ওসমান সরদার, প্রতিনিধি জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ” সুন্দরবন ” এলাকায় ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেউ) স্থায়ী ভবন নির্মাণের জন্য রাতের আধারে নির্বিচারে প্রায় ৪০ টি গাছ কাটা হয়েছে। এর প্রতিবাদে গাছ কাটার স্থানে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতৃবৃন্দ।
প্রতিটি কাটা গাছের বিপরীতে একটা করে গাছ লাগানো হয়েছে। এসব গাছের মধ্যে দেবদারু, কাঁঠাল, নীমসহ বিভিন্ন প্রজাতির পরিবেশ রক্ষাকারী গাছ রয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
জাবি ছাত্র ইউনিয়নের একাংশের আহবায়ক আলিফ মাহমুদ বলেন, “ভবনের অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা হতে হবে যেখানে প্রকৃতির কোনো ক্ষতি হবে না। এখানে বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি কর্তৃপক্ষ জড়িতে। তাদের দ্বন্দ্বে এভাবে বিশ্ববিদ্যালয়ের প্রাণ পকৃতি ধ্বংস হতে পারে না। তাদের এই হঠকারিতার প্রতিবাদের অংশ হিসেবে আমরা এখানে গাছের চারা রোপণ করছি।”
জাবি ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক হাসিব জামান বলেন, ‘ভবনের অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা হতে হবে যেখানে প্রকৃতির কোনো ক্ষতি হবে না, পাখিদের উড়ার পথ, প্রাণ প্রকৃতির ক্ষতি হবে না। আমরা আইবিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কিন্তু এখানে দুইটা কর্তৃপক্ষ রয়েছে , একটা আইবিএ এবং আরেকটা বিশ্ববিদ্যালয় প্রশাসন।কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দ্বন্দ্বে এভাবে বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ধ্বংস হতে পারে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে গাছ কেটে যে দুঃসাহস দেখালো এটা একধরনের অশনি সংকেত। কর্তৃপক্ষের এই হঠকারিতার প্রতিবাদের অংশ হিসেবে আমরা এখানে গাছের চারা রোপণ করছি। ’
উল্লেখ, গত ২৩ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দক্ষিণে এবং বিজ্ঞান কারখানার উত্তরে- মধ্যবর্তী স্থানে সুন্দরবনে আইবিএ-জেইউ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম। এরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।