জাবিতে জাডসের আয়োজনে দুইদিনব্যাপি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

0

ওসমান সরদার, প্রতিনিধি জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (জাডস) পথচলার ২৫ বছর পূর্ণ উপলক্ষে আগামী ২৭, ২৮ অক্টোবর, শুক্রবার ও শনিবার আয়োজন করতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ ও রজতজয়ন্তী উদযাপন উৎসব।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ টি দেশসেরা বিতার্কিক দল অংশগ্রহণ করবে। ২৭ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবনে প্রাথমিক পর্ব ৪ রাউন্ড ট্যাবের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের জন্য ৮ টি দল বাছাই করা হবে। অতঃপর কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল রাউন্ডের পর ২ টি দল ফাইনাল বিতর্কের জন্য উত্তীর্ণ হবে। ২৮ অক্টোবর সকাল ১১ টায় রজতজয়ন্তী পালন উৎসব র‍্যালী ও আনন্দ মিছিলের মাধ্যমে সূচনা করা হবে। পরবর্তীতে বেলা ১২ টায় বৃক্ষরোপণ কর্মসূচী সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রদর্শনী বিতর্ক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। সবশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিনের উৎসবের পর্দা নামবে।

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কের আহ্বায়ক মো. ওবায়দুল্লাহ বলেন, “দীর্ঘদিন যাবৎ জাডস বড় ধরণের আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের কোন আয়োজন করা সম্ভব হয়নি৷ তবে রজতজয়ন্তী উপলক্ষ্যে এবারের আয়োজন ভিন্ন মাত্রা যোগ করবে। ইতোমধ্যেই সারাদেশের বিভিন্ন বিশ্ববিদালয়ের ৩২ টি দল রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। সারাদেশ থেকে সফলতম বিতার্কিকরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। রজতজয়ন্তীর এ আয়োজনের মাধ্যমে জাডস আবার নতুন রূপে আবির্ভূত হবে।” এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াসির মোহাম্মদ আমিন ও মেহনাজ বিনতে রহমান।

বিতর্ক প্রতিযোগিতায় কো-স্পন্সর হিসেবে থাকছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড। গিফট পার্টনার হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং বেলাভূমি ইকো-রিসোর্ট, সেন্টমার্টিন, স্টর‍্যাটেজিক পার্টনার হিসেবে টিচ ফর বাংলাদেশ, নলেজ পার্টনার হিসেবে দ্যা ম্যাপল পিপল এবং স্যুভেনির পার্টনার হিসেবে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড রয়েছে। এছাড়াও উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টেলিভিশন।

উল্লেখ্য, দুই দিনের আয়োজনে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আকতার উপস্থিত থাকবেন। এছাড়া অতিথি হিসেবে সকল হলের প্রাধ্যক্ষদেরও আমন্ত্রন জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.