ওসমান সরদার, প্রতিনিধি জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় বিতর্ক উৎসব—২০২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত ফাইনাল বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এ গৌরব অর্জন করে তারা।
এর আগে, ‘শব্দবাণে সাজাও তোমার চিন্তারণের শ্লোক’ স্লোগানকে সামনে রেখে গত ১২ থেকে ১৫ অক্টোবর জাতীয় বিতর্ক উৎসব ২০২৩ আয়োজন করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। উৎসবের প্রথমদিন ১২ অক্টোবর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ৩৪টি দল। ১৩ অক্টোবর উৎসবের দ্বিতীয় দিন আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে অংশ নেয় ৩৬টি দল এবং তৃতীয়দিন ১৪ অক্টোবর আন্তঃকলেজ বিতর্কে অংশ নেয় সারাদেশের ৩৪টি দল অংশ নেয়।
উৎসবের শেষদিনে সেলিম আল দীন মুক্তমঞ্চে পুরষ্কার বিতরণী ও সমাপনী পর্বের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় খুলনার সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানার আপ হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানারআপ হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। বারোয়ারী বিতর্কে স্কুল—কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সালেহ আহমেদ শামীম এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন মুগদা মেডিকেল কলেজের সাফওয়ান রহমান।
পুরষ্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র—শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, জেইউডিও এর মডারেটর অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মুকসিমুল আহসান অপু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চা, বিতর্ক আয়োজনের মাধ্যমে যুক্তিবাদী এবং মননশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। এরই ধারাবাহিকতায় এবারের জাতীয় বিতর্ক উৎসবে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এশিয়ান সংসদীয় ও বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।