ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সকল ধরনের আতশবাজি, ডিজে পার্টি, পটকা ফোটানো, ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উচ্ছৃঙ্খল কর্মকান্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ ২০২৩ সাল শেষ হয়ে মাঝরাতে ২০২৪ সালের সূচনা হবে। ইংরেজি নতুন বর্ষকে স্বাগত জানাতে গিয়ে ক্যাম্পাসে যাতে কোনো প্রকার উচ্ছৃঙ্খল ও অনভিপ্রেত কর্মকান্ড না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশিষ্ট ছাত্র-ছাত্রীদের প্রতি নির্দেশাবলী দিয়ে বলা হয়, ছাত্র-ছাত্রীদেরকে অবশ্যই রাত ১০-০০ টার মধ্যে স্ব-স্ব হলে প্রবেশ করতে হবে।
ছাত্র-ছাত্রীদের নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখতে হবে। হলের অভ্যন্তরে অথবা হলের বাইরে মিছিল, সভা-সমাবেশ করা যাবে না এবং কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য দেয়া যাবে না বা উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না।
৩১ ডিসেম্বর সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোন ধরনের অনুষ্ঠান করা যাবে না। কোনো বহিরাগতকে হলে অবস্থান করতে দেয়া হবে না। ক্যাম্পাসোম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো, মিছিলসহ যে কোন ধরনের উচ্ছৃঙ্খল কর্মকান্ড, ব্ল্যাকনাইট, ডিজে পার্টি, মাদকদ্রব্য সেবন ইত্যাদি থেকে সকলকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়।
তাছাড়া প্রশাসন ও নিরাপত্তা শাখার করণীয় দিক গুলোও তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয় ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫-০০ টা থেকে ০২ জানুয়ারি ২০২৪ তারিখ ভোর ৬-০০ টা পর্যন্ত বহিরাগত কোনো মটর সাইকেল, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, কার ইত্যাদি ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫-০০ টা থেকে ০২ জানুয়ারি ২০২৪ তারিখ ভোর ৬-০০ টা পর্যন্ত জয় বাংলা গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য সকল গেট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন রাখা হবে এবং পুলিশ টহলের ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট হল প্রশাসন স্ব-স্ব হলের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, প্রক্টরিয়াল বডি আইন শৃঙ্খলা রক্ষার জন্য সার্বিক বিষয়ের তদারকি করবেন। বিকাল ৫-০০ টার পর ক্যাম্পাসে বহিরাগত কোন ব্যক্তি ও তাদের গাড়ি, মোটরসাইকেলসহ যে কোন ধরনের যানবাহন অবস্থান ও প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রাখা এবং সকল বহিরাগতদেরকে বিকাল ৫-০০ টার পূর্বে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বটতলাসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল দোকানপাট রাত ১০-০০ টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হলো।