ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “প্রফেসর মুস্তাহিদুর রহমান স্মারক অন্তঃডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৩” এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । এতে চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগের ৫১তম ব্যাচ ও রানার আপ হয়েছে ৪৯তম ব্যাচ।
শুক্রবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ১০ই আগস্ট শুরু হওয়া রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ।
অর্থনীতি বিভাগের ৪৭ তম ব্যাচ থেকে ৫১ তম ব্যাচ পর্যন্ত মোট ৫টি দল এই টুর্নামেন্ট অংশ নেয়। অত্যন্ত প্রতিযোগিতামূলক গ্রুপ পর্ব শেষে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে গতবারের চ্যাম্পিয়ন ৪৯ তম ব্যাচ এবং নবীন ৫১ তম ব্যাচ। খেলায় ৫১ তম ব্যাচ ২-১ গোলে ৪৯ তম ব্যাচকে পরাজিত করে। অর্থনীতি বিভাগ প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করে থাকে। গত বছর থেকে বিভাগের প্রয়াত শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মুস্তাহিদুর রহমান এর স্মরণে আয়োজনটি হয়ে আসছে। এই বছর টুর্নামেন্টটি আয়োজন করেছিল ৪৯ তম ব্যাচ।
ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দর মাঝে পুরষ্কার বিতরণ করেন অর্থনীতি বিভাগের সভাপতি ড. খন্দকার আশরাফুল মুনিম।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক লায়লা হাসিন, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক মোঃ রনি হোসেন, প্রভাষক ইশতিয়াক রায়হান শুভ, প্রভাষক এবং অর্থনীতি বিভাগের খেলাধুলা সমন্বয়ক কাউসার হোসেন সজীব। এছাড়া স্মৃতিচারণ ও পুরষ্কার বিতরণী পর্বে মুস্তাহিদুর রহমানের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান, আশফাকুর রহমান এবং নাসরিন আখতার।