জাবিতে ‘ফান্ডামেন্টালস অব মুট কোর্ট’ কর্মশালা অনুষ্ঠিত

0

ওসমান সরদার, প্রতিনিধি জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের উদ্যোগে ‘ফান্ডামেন্টালস অব মুট কোর্ট’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল সোসাইটি মুটিং অ্যান্ড ডিবেটিং ক্লাব আয়োজিত এ কর্মশালায় মুট কোর্ট প্রতিযোগিতার বিভিন্ন প্রারম্ভিক ধারণা ও কৌশল এবং মৌলিক বিষয় সম্পর্কে আইন বিভাগের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।

আজ শুক্রবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল সোসাইটির সভাপতি তাপস কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে তাপস কুমার দাস বলেন, বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতাগুলোতেও আমাদের শিক্ষার্থীরা ভূমিকা পালন করছে এবং সুনাম অর্জন করছে। তাই আমি আশা করি এই কর্মশালাটি প্রানবন্ত ও কার্যকরী হবে এবং শিক্ষার্থীরা এটি উপভোগ করবেন।

মোট দুটি সেশনে প্রশিক্ষকরা কর্মশালায় অংশগ্রহণকারী ৫০ জন শিক্ষার্থীকে মৌলিক মুট কোর্টের বিষয়গুলো তুলে ধরেন।

প্রথম সেশন পরিচালনা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল সোসাইটি মুটিং অ্যান্ড ডিবেটিং ক্লাবের সেক্রেটারি প্লাবণী নাগ। এসময় তিনি কীভাবে মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় তার মৌলিক ধারণা ব্যাখা করেন। পরে মেমোরিয়াল সাবিমিশন, ওরাল সাবমিশন, মুট কোর্টের বিভিন্ন পর্যায়, ওরাল এডভোকেসির বেসিক ধারণা, স্ক্রিপ্ট তৈরি ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় পর্বে রিচার্স ফর রাইটিং মুট কোর্ট মেমোরিয়ালস নিয়ে আলোচনা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল সোসাইটি মুটিং অ্যান্ড ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান সাবিত। এই সেশনে মুট কোর্টের অবজেক্টিভ, প্রতিযোগিতায় অংশগ্রহণের টেকনিক্যাল বিষয় ও বাস্তবিক ধারণা তুলে ধরেন তিনি। এছাড়াও আন্তর্জাতিক আইনের আলোকে লিগ্যাল রিচার্স, লিগ্যাল রিচার্সের চ্যালেন্জ ইত্যাদি সম্পর্কে মৌলিক তথ্য তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক। এসময় তিনি জেসাফ কম্পিটিশনের উদাহরণ টেনে শিক্ষার্থীদের ধারণা দেন।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মুটিং দক্ষতা বৃদ্ধি, আইনী বুদ্ধিমত্তাকে পরিমার্জিত করা এবং আইনি জ্ঞান ও এর ব্যবহারিক প্রয়োগের মধ্যে সংযোগ গড়ে তুলতে সহয়তা করে। তাছাড়া গবেষণা পরিচালনা, স্মারক খসড়া, বাধ্যতামূলক যুক্তি উপস্থাপন এবং সমালোচনামূলক চিন্তাভাবনার অভ্যাস গড়ে তোলার দক্ষতাও অর্জনে সক্ষম হন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এসময় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগে সহযোগী অধ্যাপক সুপ্রভাত পাল, প্রভাষক আ জ ম উমর ফারুক সিদ্দিকী প্রমুখ।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.