জাবিতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের স্বাধিকার আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আবার প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের হাতে শোভা পায় ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ ‘জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইন’ ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ প্রভৃতি প্ল্যাকার্ড দেখা যায়। এসময় তারা ‘ইজরায়েল টেরোরিস্ট’, ‘ইন্তিফাদা’, ‘লাব্বাইক ইয়া আকসা’সহ নানা স্লোগান দেন।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর সা’দ বলেন, দখলদার ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পশ্চিমা মিডিয়াগুলো এটাকে ওয়ার ইন ইসরায়েল বলছে। তারা চায় গাজা থেকে চিরতরে মুসলিমরা সরে যাক। আমাদের প্রথম কেবলা তারা দখল করে নিতে চায়। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। আজকের এ বিক্ষোভ মিছিল থেকে আমরা সহানুভূতি জানাচ্ছি।

মিছিলে অংশ নিয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসাইন বলেন, আমরা মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন আমরা একটি আদর্শে বিশ্বাস করি। বিশ্বের যে কোন প্রান্তে একজন মুসলিম আক্রান্ত হলে আমাদের দেহই আক্রান্ত হয়েছে বলে মনে করি। আজকের বিক্ষোভ থেকে আমরা জাহাঙ্গীরনগর থেকে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.