ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট, সিন্ডিকেটসহ মেয়াদোত্তীর্ণ সকল গণতান্ত্রিক পর্ষদে দ্রুত নির্বাচন দাবি করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
রবিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহবায়ক প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান স্বাক্ষরিত এক স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে এই দাবি জানান তারা। এসময় তারা ৩০ জুলাইয়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ পর্ষদগুলোতে তফসিল ঘোষণার দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিনেট, সিন্ডিকেট, শিক্ষা-পর্ষদ, ডীন ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ষদ প্রায় পাঁচ বছর পূর্বেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। সকল মেয়াদোত্তীর্ণ পর্ষদ নির্বাচনের বিষয়ে একাধিকবার সশরীরে উপস্থিত হয়ে এবং বিবৃতির মাধ্যমে গত বছরের ২৫ মে, এবছরের ২ মার্চ, ২০ মে, ১০ জুন এবং ২৫ জুন স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গত ২৬ জুন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে উপাচার্য ঈদ-উল-আযহার পর নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করা হবে বলে জানালেও অদ্যাবধি কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এছাড়া স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ সকল পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকিও দেন তারা।
এদিকে স্মারকলিপি গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘উনারা সাত দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার কথা বলেছেন। আমি বলেছি সাত দিনের মধ্যে সম্ভব নয়। এ বিষয়ে শিক্ষকদের প্রতিনিধিত্ব করা শিক্ষক সমিতি সহ সকল পক্ষের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্মারকলিপি জমাদানকালে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষে ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন, গণিত বিভাগের অধ্যাপক ফারুক আহমেদ ও অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।