জাবিতে বিজয় দিবস উপলক্ষে শিক্ষকদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

0

ওসমান সরদার, প্রতিনিধি জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বিজয় দিবস প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ উইকেটে বিজয় অর্জন করেছেন প্রভাষক দল এবং রানার আপ হয়েছেন সহকারী অধ্যাপক দল।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট চারটি দল (অধ্যাপক দল, সহযোগী অধ্যাপক দল,সহকারী অধ্যাপক দল ও প্রভাষক দল) অংশগ্রহণ করেন।

মোট ১২ ওভারে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সহকারী শিক্ষক দলের দেওয়া ১৩৪ রানের টার্গেটে মাত্র ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে বিজয় অর্জন করেন প্রভাষক দল।

এর আগে সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া টুর্নামেন্টে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় অধ্যাপক দল বনাম প্রভাষক দল এবং সহযোগী অধ্যাপক দল বনাম সহকারী অধ্যাপক দল। প্রথম ম্যাচ থেকে প্রভাষক দল ও দ্বিতীয় ম্যাচ থেকে সহকারী অধ্যাপক দল ফাইনাল নিশ্চিত করেন।

প্রতিযোগিতায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট, ম্যান অব দ্যা ম্যাচ, সর্বোচ্চ রান ও সর্বাধিক উইকেট শিকারী হয়েছেন পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি। এছাড়াও সর্বোচ্চ ছয় পেয়েছেন সহকারী অধ্যাপক রিয়াদ। এছাড়াও মোস্ট এন্টারটেইনিং অডিয়েন্স হিসেবে পুরস্কার পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খালেদা নূর।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার আহবায়ক অধ্যাপক ড. মো. সাব্বির আলম বলেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছে। আশা করি প্রতি বছর বিজয় দিবসে এ প্রতিযোগিতা চলমান থাকবে। সেই সাথে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ আয়োজন খুবই চমৎকার উদ্যোগ। ভবিষ্যতেও এ প্রতিযোগিতা চলমান থাকবে। একই সাথে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রভাষকরা তরুণ খেলোয়ার, তাই তারা বিজয়ী হয়েছে। তাছাড়া অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান তিনি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. এ. এ. মামুন, সম্পাদক অধ্যাপক ড. বশির আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শামীম কায়সার, অধ্যাপক ড. আলমগীর কবির, অধ্যাপক ড. মো. সায়েদুর রশীদ প্রমুখ।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.