জাবিতে ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আশিকুন নবী সম্পাদক মিনহাজ

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ৪৭ ব্যাচের আশিকুন নবী এবং ৪৮ ব্যাচের মিনহাজুল ইসলাম মিনহাজ কে সে কে এবং ৪৮ ব্যাচের মিনহাজুল ইসলাম মিনহাজ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত ‘সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর’ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

জেলার সদ্য বিদায়ী সভাপতি মোঃ আশিকুন নবী ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ৪৮ ব্যাচের পূজা মজুমদার ও মামুনুর রশিদ।

সভাপতি বলেন, আমরা অর্ধশতাধিক ভোলা থেকে আগত জাবিয়ান আছি৷ আমাদের লক্ষ্যই হলো দ্বীপজেলার ছাত্র ছাত্রীর সংখ্যা আরো যেন বৃদ্ধি পায়, সুশিক্ষার আলো ছড়িয়ে পড়ে সেভাবে ভর্তিচ্ছুদের সহযোগিতা করা।

সেক্রেটারী বলেন, ভোলা জেলার মেধাবী শিক্ষার্থীরা যেন পরীক্ষা দিতে এসে কোনো ধরনের বিরুপ পরিস্থিতির সম্মুখীন না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট থাকবো।

এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ পিয়াল,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইমন সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব কমিটিতে রয়েছেন এবং ৬ কার্যকরী সদস্য রয়েছেন।
উল্লখ্য, উক্ত কমিটিকে আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রধানের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.