জাবিতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

0

ওসমান সরদার, জাবি প্রতিবেদক: “বরিষ-ধরা মাঝে শান্তির বারি” এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলা নববর্ষ ১৪৩০ উৎযাপনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। প্রতিবছর পহেলা বৈশাখে এ উৎসব পালন করা হয়। এসময় “এসো হে বৈশাখ এসো এসো..” গানে মুখরিত হয় জাবি ক্যাম্পাস।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে এ আয়োজন করা হয়। শোভাযাত্রাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়।




এর আগে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই বাংলা নববর্ষ ১৪৩০ এর শুভেচ্ছা। বাঙালির হাজার বছরের ঐতিহ্য এবং কৃষ্টিকে ধারণ করে মঙ্গল শোভাযাত্রা। রমজানের মধ্যেও আমরা মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন করতে পেরে আনন্দিত। এজন্য তিনি শোভাযাত্রায় অংশগ্রহণ করা সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানান।

এছাড়াও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. শেখ মনজুরুল হক, ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আকতার, রেজিস্ট্রার রহিমা কানিজ এবং প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় মঙ্গল শোভাযাত্রা।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.