ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান করা হয়েছে। প্রথম বর্ষ (স্নাতক) সম্মান থেকে স্নাতকোত্তরে সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে ‘অধ্যাপক ড. মোঃ এনামুল হক খান ফাউন্ডেশন’।
রবিবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় ইতিহাস বিভাগের অধ্যাপক এ আর মল্লিক লেকচার হলে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল বলেন, বৃত্তি শিক্ষার্থীদের জন্য প্রেরণা হিসেবে কাজ করে। এতে অন্য শিক্ষার্থীরাও উৎসাহিত হতে পারে। শিক্ষার্থীরা প্রয়াত অধ্যাপক ড. খানের জীবন-দর্শন জানবে। তাকে অনুসরণ করার চেষ্টা করবে। উপাচার্য এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বৃত্তিপ্রাপ্ত ৩য় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম আবিদ বলেন, এ মহতী উদ্যোগের জন্য অধ্যাপক এনামুল হক খান স্যারের পরিবারকে ধন্যবাদ জানাই। এই বৃত্তি ইতিহাস বিভাগের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার একটি স্পৃহা তৈরি হবে। এনামুল হক খান স্যারের মতো একজন গুণী মানুষের নামে চালু করা এই বৃত্তি পেয়ে গর্ববোধ করছি।
আরেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, আজকের বৃত্তিপ্রাপ্তি আমার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। আশাকরি সামনের দিনগুলোতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও ড. মোঃ এমরান জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এ কে এম জসীমউদ্দিন, প্রয়াত অধ্যাপক ড. খানের স্ত্রী অধ্যাপক শেফালী নানজীন প্রমুখ।