ওসমান সরদার, জাবি প্রতিনিধি: আগামী এক বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রাণিবিদ্যা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসানকে সভাপতি এবং একই ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের মাশুকুর রহমান ফাহিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে৷
শুক্রবার (৯জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত ‘সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর’ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
জেলা ছাত্রকল্যাণ সমিতির সদ্য বিদায়ী সভাপতি মো. তারেকুল ইসলাম তারেক এবং সাধারণ সম্পাদক সুমাইয়া শারমিন সূচনা স্বাক্ষরিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কবির হাসান, তাওহীদুল ইসলাম শুভ, সামিদুল ইসলাম, রিহাদ রহমান, আব্দুল্লাহ্ আল সায়েম, রুমান, আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ্ আল আমিন লিমন, রিফাত নেওয়াজ তুর্য, সাইদুর রাহমান, ইসরাত জাহান ইয়ানা, জেরিন তাসনিম, ঝুমা তাসনিম, সৈয়দা রিনিয়া জান্নাত রিয়া, নাজনিন সুলতানা, রোকাইয়া সুলতানা রিয়া, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি ও তাসনুভা মৌ।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সামিন ইয়াসির বর্ষণ, মেহেদী হাসান সজীব, তাসনিমুল হাসাম সাক্ষর, রবিউল কবির সাগর, মো: শামীম, মাহমুদুল হাসান কিরন, শায়লা খাতুন, আফরিনা ইয়াসমিন তামান্না, ফরহাদ হোসাইন, মিজান, আল মোর্শেদুল ইসলাম শাওন, আতিয়া ইতি ও জাবির নির্বাচিত হয়েছেন।
উক্ত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ওসমান গণি মিথুন, সারোয়ার হোসেন, রুকনুজ্জামান রুকন, শায়লা সালু, তৌফিক আসিফ, মালিহা আন নূর, রুনা, রাজু আহমেদ, আহসানুল হক তন্ময়, মুবাশশিরা শারমিন জাহান, নিশাত আনজুম ও সোহাগী আক্তার।
কমিটিতে অর্থ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান সাকিব, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মো: ওয়াহিদুর রহমান, দপ্তর বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সোহান, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মো: রহুল আমিন রিফাত, ছাত্রী বিষয়ক সম্পাদক নাওয়ার বিনতে আজম রোদসী উপ ছাত্রী বিষয়ক সম্পাদক। উপ ছাত্রী বিষয়ক সম্পাদক আশকাতুল জান্নাত আশা ও আফসানা শারমিন, বৃত্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মিল্লাত, উপ-বৃত্তি বিষয়ক সম্পাদক মো: রাকিবুল ইসলাম ও মো. শরীফুল আলম সাকিব, পাঠাগার বিষয়ক সম্পাদক সাব্বির হাসান, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক আফসানা শারমিন ও দিয়া তানজিম, কর্মসূচি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোহানা আক্তার রাত্রি, উপ-কর্মসূচী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও মেহেদী হাসান মনির, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এস কে এম সিয়াম, উপ- ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার শান্ত ও আফরিন জাহান বৃষ্টি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ত্রিশান্ত বনশ্রী সাংমা, উপ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রতিভা কবির, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাফিসা আহমেদ, উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক: সুমাইয়া আক্তার নীপা ও সারা ইসরাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৌমিক সিংহ রায়, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীপ্ত মোদক জয়, ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুল নাইম জনি, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোসাব্বির আল সাকিব, ধর্ম বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান সিয়াম, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মারুফ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া নবীনতম ৫১ ব্যাচের সকলকে কমিটির কার্যকরী সদস্য মনোনীত করা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান জানান, “গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নয়নাভিরাম আমাদের প্রাণের শেরপুর জেলা। আর এই ছাত্রকল্যাণ সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুরের শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করে জেলার ব্র্যান্ডিংয়ে অবদান রাখছে। আমরাও সেই ধারা অব্যাহত রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ে নবাগতদের যেকোন সমস্যায় শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি তাদের পাশে আছে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাশুকুর রহমান ফাহিম জানান, “আমাদের কমিটির প্রাথমিক কাজ হবে আসন্ন ভর্তি পরীক্ষায় ‘তথ্য সহায়তা বুথ’ স্থাপন করে শেরপুর থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করা। আমরা স্ব-উদ্যোগে আবাসনের ব্যবস্থা করাসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সব ধরণের সহায়তা প্রদান করতে বদ্ধ পরিকর।”
উক্ত ‘সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো সাজ্জাদুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, জাবি স্কুল এন্ড কলেজের লেকচারার সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি আ.স.ম. ইমাম মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক শিহব ফেরদৌস জয়সহ উক্ত জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।