ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ সালাম বরকত হল ছাত্রলীগ কর্তৃক আয়োজিত সিয়াম মেমোরিয়াল নাইট ফুটবল টুর্নামেন্টে টিম থান্ডার ৭১ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম স্বাধীন বাংলা। গত রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় শহীদ সালাম বরকত হল মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে এক শূন্য গোলে পিছিয়ে পড়ে থান্ডার ৭১। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে থান্ডার ৭১ এর করা ফাউল থেকে ফ্রি কিক পায় স্বাধীন বাংলা। রিয়াজুল ইসলাম রিয়াদ ফ্রি কিক নিতে গিয়ে আলতো করে ডি বক্সের দিকে বাড়িয়ে বল। বাড়িয়ে দেয়া সেই বলকে প্রতিপক্ষের খেলোয়াড়দের বিট করে নৈপুণ্যের সাথে খোচা মেরে থান্ডার ৭১ এর জালে জড়ান আরাফাত ইসলাম বিজয়।
খেলার দ্বিতীয়ার্ধে উভয় দলই পাল্টাপাল্টি আক্রমণ করে। কিন্তু কোন দল আর গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধের সেই বিজয়ের করা গোলটিই ম্যাচের তফাৎ গড়ে দেয়। নির্ধারিত সময় শেষে এক শূন্য গোলের ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাধীন বাংলা।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এসময় অতিথিরা বক্তব্য রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, খেলাধুলার মধ্য দিয়ে আমাদের মাঝে যে আনন্দ বিরাজ করে তা বজায় রাখা জরুরি। আয়োজকদের প্রশংসা করতেই হয় যে, তারা শীত শুরু হওয়ার আগে আগেই ফুটবল টুর্ণামেন্ট এর শুরু করে বুদ্ধিদীপ্ত পরিচয় দিয়েছে। কেননা কেননা কুয়াশা বেশি পড়লে আবার ফুটবল খেলা কঠিন হয়ে যায়। তিনি আরও বলেন, ক্রীড়ার সাথে যুক্ত থাকতে পারলে আমরা সুস্থ দেহ ও মনের অধিকারী হতে পারবো। বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা হেরে গেছে তাদের জন্য পরবর্তীতে ভালো করার জন্য শুভকামনা রইল।
হলের ওয়ার্ডেন মো. মাহবুবুল মোরশেদ বলেন, এত চমৎকার একটা টুর্নামেন্টের পরে আমরা আশা করতেই পারি যে, এবারে আমরা হল টুর্নামেন্টে জয়ী হতে পারবো। উভয় দলের খেলাই ভালো হয়েছে। কিন্তু বিজয়ী তো একটি দল ই হবে। সকলের জন্য শুভকামনা রইল।
ওয়ার্ডেন সুব্রত বণিক বলন, সুস্থ দেহ সুস্থ মন ক্রীড়াই হোক বিনোদন। ক্রীড়ার সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত খুশি। আফসোস যে আমি প্রত্যেকটি খেলা দেখতে পারি নাই। সকল প্লেয়ারদেরকে অভিনন্দন জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে হলের প্রভোস্ট সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, বিনোদনের পাশাপাশি ছাত্রদেরকে সুস্থতার জন্য এই ধরনের টুর্ণামেন্ট অনেক জরুরি। আয়োজকদের ধন্যবাদ জানাই চমৎকার একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। আমরা শিক্ষকরা অনেক সময় ব্যাস্ততার কারণে অনেক কিছু চাইলেও আয়োজন করতে পারি না, তাই ছাত্রদের এই ধরনের সহযোগিতা আমাদের জন্য অনেক বড় কিছু। এছাড়া খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও অংশগ্রহণ করার আহবান জানাই।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগরে বড় যে সমস্যা মাদকাসক্তি তা থেকে দূরে থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই। সুতরাং ফুটবল, ক্রিকেট এর পাশাপাশি বিভিন্ন ইনডোর টুর্নামেন্টের আয়োজন করার আহবান জানাচ্ছি। এক্ষেত্রে হলের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার থাকবে। বিজিতদের শুভকামনা জানাচ্ছি। আয়োজকদের টিম জয়ী হয়েছে, তবে অপনেন্ট টিম জয়ী হলে মনে হয় বেশি ভালো হতো (হাসি)। এই ধরনের টুর্ণামেন্ট অব্যাহত থাকুক এই কামনা করছি। সামনে ১৬ই ডিসেম্বর উপলক্ষে আয়োজিত চ্যান্সেলর কাপ ফুটবল টুর্ণামেন্ট এ শহীদ সালাম বরকত হলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই।
বক্তব্য শেষে টুর্নামেন্টের সকল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার দেয়া হয়। ম্যান অফ দ্যা ফাইনাল হোন রিয়াজুল ইসলাম রিয়াদ। আসরের সেরা খেলোয়াড় আরাফাত ইসলাম বিজয়, সেরা গোলরক্ষক শাহীন, সেরা উদীয়মান খেলোয়াড় সিজেন এসময় অতিথিদের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।এরপর রানার্সআপ টিম ও সবশেষে বিজয়ীদেরকে ট্রফি প্রদানের মধ্য দিয়ে পুরষ্কার বিতরণ শেষ হয়।
উল্লেখ্য, সিয়াম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এবং শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী। দেশে করোনা মহামারী চলাকালে নিজ বাড়িতে পুকুরে ডুবে মারা যান তিনি। জীবিত থাকা অবস্থায় তিনি হলের হয়ে বেশ কিছু টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের স্বাক্ষর রাখেন। খেলাধুলায় তার অসামান্য অবদানকে স্বরণীয় করে রাখতে তার নামানুসারে টুর্নামেন্টের নামকরণ করা হয়।