ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষদের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ইন্সপায়ার কেয়ার এন্ড কালটিভেট হিউম্যান এইড (ইচ্ছা)’।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা এগারোটায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এক সপ্তাহের খাদ্য বিতরণ করে সংগঠনটি।
এ সময় সংগঠনের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘আমরা সবাই সবার জন্য। পারস্পরিক মানবিকতা ও সহমর্মিতা বেঁচে থাকুক আমাদের হৃদয়ে। আমাদের কার্যক্রমকে আরও ছড়িয়ে দিতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।’
সাধারণ সম্পাদক পিংকি বলেন, ‘ইচ্ছা প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে মানুষের সেবা করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, ইচ্ছা ২০১৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে নানাবিধ সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে।