ওসমান সরদার, জাবি প্রতিনিধি: মাল্টি-স্টেকহোল্ডার দৃষ্টিকোন থেকে স্বেচ্ছাসেবক মনোবৃত্তি তৈরী ও দূর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নে ব্যবহারিক দক্ষতা অর্জনের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্টের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের থিয়েটার ল্যাব-২ এ দিনব্যাপী এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট জাবি শাখার ইনচার্জ সহকারী অধ্যাপক মহিবুর রৌফ শৈবালের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। এসময় তিনি স্বেচ্ছাসেবা, দূর্যোগ ব্যবস্থাপনা, লিডারশীপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
কর্মশালা বিষয়ে তিনি বলেন, আমি একজন গবেষক ও শিক্ষক হিসাবে ওদের সাথে সম্পর্কিত হওয়া গুরুত্ব অনুভব করি। আমি নিজেও একজন ভলেন্টিয়ার হিসাবে দাবি করি। জাতিসংঘের কাজ করার সুবাদে ইউএন এডিপির সাথে কাজ করেছি৷ এছাড়া বাংলাদেশ স্কাউট সাথে একটি দূর্যোগ মোকাবেলা বিষয়ে কাজ করেছি। আজকের কর্মশালায় সেশনে স্বেচ্ছাসেবা, ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মডেল গুলোর তরুণরা যে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে৷ আশা করি এ বিষয়গুলো ওদের দক্ষতা অর্জনে সহায়ক হবে।
কর্মশালার বিষয়ে ইনচার্জ মহিবুর রৌফ শৈবাল বলেন, যুব রেড ক্রিসেন্ট জাবি শাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্বেচ্ছাসেবকদের টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। যা তাদেরকে রেড ক্রিসেন্টের কার্যক্রম পরিচালানায় আরও দক্ষ করে তুলবে৷ দিনব্যাপী এ কর্মশালা শেষে অংশগ্রহনকারী ৫০ জন স্বেচ্ছাসেবককে সার্টিফিকেট প্রদান করা হয়৷