ঝিনাইদহে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘষে নিহত ১

0

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখো-মুখি সংঘর্ষে হামিদুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন সোহেল নামে মোটরসাইকেলে থাকা আরো এক আরোহী।

দূর্ঘটনাটি ঘটেছে শনিবার(১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা বারোবাজার হাইওয়ে থানার সামনে। নিহত হামিদুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পরলক্ষীপুর গ্রামের শহর আলীর ছেলে। তিনি নিরোলাক পেইন্টে চাকরি করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুর রহিম মোল্ল্যা।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা সুত্রে জানা গেছে, হামিদুল ইসলাম ও তার সহযোগী সোহেল চুয়াডাঙ্গা থেকে যশোরে নিরোলাক পেইন্টে অফিসিয়াল মিটিংয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বারোবাজার হাইওয়ে থানার সামনে এসে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইক মুখো-মুখি সংঘর্ষে হলে মোটরসাইকেলে থাকা হামিদুল ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থালে নিহত হয়।

এসময় আহত হন মোটরসাইকেলে থাকা সোহেল। স্থানীরা সোহেলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে হাইওয়ে থানার পুলিশ। তবে, ট্রাকটির ড্রাইভার পালাতক রয়েছে।

 

 

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.