তামিমের দুর্দান্ত সেঞ্চুরি, চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

0

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানরা। আর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে জুনিয়র টাইগাররা।

শুক্রবার (২৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জুনিয়র টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার জাওয়াদ আবরার। তবে তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক আজিজ হাকিম তামিম।

আর এই ব্যাটকে সঙ্গ নিয়ে ফিফটি তুলে নেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি। ১১০ বলে ৬৬ রান করে আউট হন কালাম। ৬ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন দেবাষীশ দেবা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তামিম।

১৫ বলে ১০ রান করে শিহাব জেমস আউট হলেও ১৩২ বলে সেঞ্চুরি তুলে নেন তামিম। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হন বাংলাদেশ অধিনায়ক।

শেষ দিকে ফারিদ (১০) এবং মারফ মৃধা শূন্য রানে আউট হলে রাফির অপরাজিত ১১ রানে ভর করে ২২৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে আব্দুল আজিজ, ওমারজাই এবং খাতির দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও আল্লাহ গাজানফর এবং নাসির খান নেন একটি করে উইকেট।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.