‘দল ভারি করার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া যাবেনা’

0

ওসমান সরদার, প্রতিনিধি জাবি: সম্প্রতি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনকে ঘিরে একটি প্যানেলের সমর্থনে উপাচার্য ও প্রো-উপাচার্যগণ কর্তৃক পক্ষপাতদুষ্ট কার্যক্রম পরিচালনা করায় ৭ দফা দাবি সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

আজ রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে উপাচার্য বরাবর এক স্মারকলিপিতে এসব দাবি পেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক ঐক্য পরিষদ।

দাবিগুলো হলো, মেয়াদোত্তীর্ণ পর্ষদগুলোর মধ্যে মেয়াদোত্তীর্ণের সময় ও কর্মপরিধির গুরুত্ব বিবেচনায় ডিন ও সিন্ডিকেট নির্বাচন সম্পন্ন করা জরুরী বিধায় ডিন এবং সিন্ডিকেট নির্বাচনের আগে সকল প্রকার নতুন নিয়োগ বন্ধ করা। বিভাগের প্রয়োজন না থাকলে কেবল দল ভারি করার জন্য শিক্ষক নিয়োগ দেয়া যাবেনা। স্ব-স্ব ক্ষেত্রে স্বনামধন্য ও বয়োজ্যেষ্ঠ অধ্যাপকগণকে বাদ দিয়ে প্রায় সকল বিভাগেই আজ্ঞাবহ, অনভিজ্ঞ এবং তরুণ শিক্ষকদের সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ায় শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি। অতি সত্বর পূর্বের ন্যায় বয়োজ্যেষ্ঠ অধ্যাপকগণকে সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি। জীববিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, আইন অনুষদ, আইবিএ ও আইআইটির শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অত্যাবশ্যক অবকাঠামাগুলো অতি দ্রুত নির্মাণের উদ্যোগ নিতে হবে। অস্থায়ী পদে কর্মরত সম্মানিত সহকর্মীগণকে দ্রুত স্থায়ী পদে পদায়ন করতে হবে ও পূর্বের ন্যায় শর্ত পূরণের দিন থেকেই স্বীয়-পদে স্থায়ীকরণ করতে হবে। যথাযথ তদন্ত সাপেক্ষে যৌন নিপীড়নের সকল অভিযোগের নিষ্পত্তি করতে হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একদল উশৃংখল শিক্ষার্থীর অযাচিত ও নজিরবিহীন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, এসময় স্মারকলিপিতে শিক্ষক ঐক্য পরিষদের পক্ষে স্বাক্ষর করেন, অধ্যাপক ড. মোঃ শামসুল আলম, অধ্যাপক ড. এনামুল্যা, অধ্যাপক ড. মোঃ সোহেল রানা, অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. বোরহান উদ্দিন, অধ্যাপক ড. সোহেল আহমেদ, অধ্যাপক ড. মোঃ মোতাহার হোসেন।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.