ফ্যামিলি কার্ড বাড়ানোর চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

0

নিজস্ব প্রতিবেদক: নতুন করে আরও ৫ হাজার ফ্যামিলি কার্ড দেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, রমজানে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবার কম দামে দুইবার ৫টি খাদ্যপণ্য কিনতে পারবেন।

প্রথম কিস্তির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় দফায় পণ্য বিক্রি শুরু হবে এপ্রিলের মাঝামাঝি সময়ে।

ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, নতুন করে আরও ৫ হাজার কার্ড দেয়ার চেষ্টা চলছে।




তিনি বলেন, ‘রমজান মাস সামনে রেখে এখন একবার আর পরে আরেকবার, সব মিলিয়ে দুই বার এক কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হবে। সে জন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এ পাঁচটি পণ্য ঢাকা শহরের সবাইকে দেব। এবং পরবর্তী পর্যায়ে আগামী মাসের মাঝামাঝি সময়ে আবার টিসিবির কার্যক্রম পরিচালনা করা হবে।’

নিম্নআয়ের সবাই টিসিবির পণ্য পাবেন, এ আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। শুধুমাত্র এ কার্যক্রমের মাধ্যমে আমরা প্রায় ৫ কোটি মানুষের কাছে পৌঁছেছি। কাজেই আমাদের নিম্ন আয়ের সবাই টিসিবির পণ্য পাবে।’

এদিকে বাণিজ্যমন্ত্রী স্বল্প পরিসরে উদ্বোধন করে চলে যাওয়ার পরপরই পণ্য বিক্রয় কার্যক্রমে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তীতে ডিলার পয়েন্টে বিক্রি শুরু হয়। ডিলার দেলোয়ার হোসেন বলেন, পণ্যের কোনো সংকট নেই। এখানে ৫০০ কার্ডের পণ্য বরাদ্দ দেয়া হয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে এবার বাড়তি পণ্য হিসেবে ছোলা ও খেজুরসহ ৫টি খাদ্য পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। ৫৭০ টাকার প্যাকেজে এবার দেয়া হচ্ছে ২ লিটার সয়াবিন তেল, দুই কেজি মশুর ডাল এবং এক কেজি চিনি, ছোলা ও খেজুর দেয়া হবে। তবে শুধুমাত্র ঢাকায় খেজুর বিক্রি করবে টিসিবি। রাজধানীর বাহিরে সারা দেশে ৪৭০ টাকার প্যাকেজে তেল, চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করা হবে।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.