স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার লিটন দাস পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। পপুলার চয়েজ পুরস্কার জিতেছেন সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।
এছাড়া বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ) লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী) নিগার সুলতানা জ্যোতি, বর্ষসেরা ফুটবলার (পুরুষ) রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী) সাবিনা খাতুন, বর্ষসেরা আরচার নাসরিন আক্তার, বর্ষসেরা হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম, বর্ষসেরা অ্যাথলেট ইমরানুর রহমান, বর্ষসেরা কোচ গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল), উদীয়মান ক্রীড়াবিদ নাফিজ ইকবাল (টেবিল টেনিস) ও সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন), তৃণমূলের সংগঠক আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ), বিশেষ সম্মাননা সুমিতা রানী (হার্ডলার), সেরা সংস্থা বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং বিশেষ সংবর্ধনা সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।
ক্রীড়াবিদদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু উপস্থিত ছিলেন।