বৃষ্টির বাধার পর ফের ব্যাটিংয়ে টাইগাররা

0

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচই বৃষ্টির কবলে পড়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগাররা ১৫.১ ওভারে স্কোরবোর্ডে ৮৪ রান সংগ্রহ করার পর বৃষ্টি হানা দিয়েছিল। প্রায় পৌনে এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবারও ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। অবশ্য ম্যাচ দেরিতে শুরু হলেও কোনো ওভার কাটা হয়নি। ফলে নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করবে তামিম ইকবালের দল।

বুধবার (৫ জুলাই) সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আফগান পেসারদের তোপ সামলাতে হিমশিম খেতে থাকেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। আফগান পেসার ফজল হক ফারুকির প্রথম ওভারের প্রথম পাঁচ বলে বেশ বেগ পেতে হয়েছিল তামিমকে। সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন তিনি। কিন্তু ফারুকির ব্যক্তিগত চতুর্থ ওভারেই হতাশ হয়ে মাঠ ছাড়েন তামিম।

অফ-স্টাম্পের বাইরের বলটি কাট করে বাউন্ডারি হাঁকিয়ে গর্জে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন তামিম। কিন্তু এবার বেশ খানিকটা লাইন পরিবর্তন করলেন ফারুকি, এই বলে আলতো করে ব্যাট চালিয়ে নিজের বিপদ ডেকে আনেন টাইগারদের অন্যতম সেরা এই ব্যাটার।

আর তামিমকে ফিরিয়ে পাওয়ার প্লেতেই প্রথম উইকেটের দেখা পেয়ে যায় আফগানিস্তান। ১৩ রানে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। এর মধ্য দিয়ে ‘তামিম বনাম ফারুকি’ লড়াইয়ে আবারও জয়ী ফারুকি। দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

শুরুতে তামিম ফেরার পর চাপ সামলে নিয়ে খোলস ছেড়ে বের হতে শুরু করেন লিটন দাস। কিন্তু বের হওয়ার আগেই তাকে থামতে হয় মুজিব উর রহমানের শিকার বনে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৬ রান।

লিটনের বিদায়ের পরপরই মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ব্যর্থতার বেড়াজাল ছিড়ে বের হতে ব্যর্থ হয়ে এবারও তাকে মাঠ ছাড়তে হয় ১২ রান করে। আর তাতেই ৭২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এখন উইকেটে আছেন সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়।

 

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.