ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত কমপক্ষে ১৫

0

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে আন্তঃনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়।

ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক ১৫ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেস ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে এগারোসিন্দুর বেশ কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায়।

উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ১২ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন বলে ভৈরব থানা সূত্রে খবর পেয়েছি।

ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.